জেলা ও দায়রা জজ

মোসাম্মৎ ইসমত আরা
সিনিয়র জেলা ও দায়রা জজ
জনাব মোসাম্মৎ ইসমত আরা জেলা ও দায়রা জজ হিসেবে বিগত ২১ জানুয়ারী ২০২৫ খ্রি. তারিখে কুড়িগ্রাম জেলায় যোগদান করেন। তিনি ১৮তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য এবং তাঁর সার্ভিস আইডি নম্বর ১৯৯৮১১৮১৫৯. তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএল.বি. এবং এলএল.এম. ডিগ্রী অর্জন করেন। তাঁর নিজ জেলা দিনাজপুর। ইতোপূর্বে তিনি বগুড়া, ঢাকা জেলায় কর্মরত ছিলেন। এছাড়াও তিনি জয়পুরহাট জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং পরবর্তীতে পদোন্নতি প্রাপ্ত হয়ে রাজশাহী জেলায় বিভাগীয় স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এবং সর্বশেষ রংপুর জেলায় বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এ কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি অস্ট্রেলিয়া, জাপান এবং ভারত সহ বিভিন্ন দেশে বিচারক হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।